বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা এবং পাম তেল লিটারে ১৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা এবং খোলা পাম তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বেড়ে বিক্রি হবে ১৭৭ টাকায়।
পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।